মনে রাখার উপায়: রবিঠাকুরের ১২ টি উপন্যাস
মুখস্ত নয় গল্পটি মনে রাখুন:-
”করুণা” করে আমাকে
”বউ ঠাকুরানীর হাটে” পৌঁছে দিও, সেখানে হয়ত
”রাজর্ষি” কে খুঁজে পাব,
আগামী মাসে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্ত
”নৌকাডুবি”র ফলে তার সাথে আমার সমস্ত
”যোগাযোগ” বন্ধ হয়ে যায়,আমি এখন তার
”চোখের বালি”, আমার
”দুইবোন” আর ভাই
”গোরা”কে অনেক খুঁজেছি, পাইনি,অবশেষে জীবনের
”চার অধ্যায়” পেরিয়ে
”চতুরঙ্গে” র কষাঘাতে
”মালঞ্চে” বসে লিখছি
”শেষের কবিতা”।
আরও পড়ুনঃ স্বাধীনতা পুরস্কার ২০২০
ফেইসবুকে আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেইজ ও অফিসিয়াল গ্রুপের সাথে যুক্ত থাকুন। ইউটিউবে পড়াশুনার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।