মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (SHED) এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান- ২০২১
পরীক্ষার তারিখঃ ১২ মার্চ ২০২১
সময়ঃ ১ ঘন্টা
পূর্ণমানঃ ৪০
১। অর্থসহ বাক্য রচনা করুন:
ক) কলমির ঝাড় =বংশে বহু লোক।
খ) কচুবনের কালা চাঁদ =(অপদার্থ):খাবে আর ফূর্তি করবে; লেখাপড়ার বালাই নেই, পোশাকে পরিপাটি; এ যে কচুবনের কালাচাঁদ।
গ) কাক ভুষন্ডী =দীর্ঘায়ু ব্যাক্তি
ঘ) কলি ফেরানো =
ঙ) কুনকি হাতি =কৌশলে অন্যকে বশ করা
২। শুদ্ধ করে লিখুন:
ক) সসুজ্জল শুদ্ধঃ
খ) সিংহানি শুদ্ধঃ
গ) সৌহাদ্যতা শুদ্ধঃ সৌহার্দ্য বা সৌহার্দ
ঘ) পিতাহীন শুদ্ধঃ পিতৃহীন
ঙ) নৈঋত শুদ্ধঃ নৈর্ঋত
৩। Fill in the gap with appropriate word(s):
a) Bread is usually made _______ wheat.
উত্তরঃ from.
b) He is absorbed ______ thought.
উত্তরঃ in.
ব্যাখ্যা: Absorbed in – নিবিষ্ট।
c) Please leave the key _____ the reception.
উত্তরঃ at.
d) The speaker failed to _____ the crowd.
উত্তরঃ stimulate.
ব্যাখ্যা: প্রশ্নোক্ত বাক্যের অর্থ অনুসারে Stimulate- ই appropriate word । সুতরাং বাক্যের অর্থ হয়- জনগণকে উদ্বুদ্ধ করতে বক্তা ব্যর্থ হলো।
৪। ইংরেজিতে অনুবাদ করুনঃ
ক) আমরা বিষয়টি আলোচনা করব =We will discuss the matter.
খ) শব্দটি কেটে দাও =Pen through the word
গ) এখন আমার হাত খালি =I am empty hand now.
৫) Write down a synonym of ‘Amenable’.
উত্তরঃ interested Or willing.
৬) Write down an antonym of ‘Equivocal’.
উত্তরঃ dubious, ambiguous, doubtful, double-sided.
৭) What is the meaning of ‘Swan song’.
উত্তরঃ Last work.
৮) দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
উত্তরঃ ২৪ এবং ১২ মিনিট।
ব্যাখ্যা: ৮ মিনিটে পূর্ণ করে ১ টি চৌবাচ্চা
৪ ” ” ” =(৪/৮×১)(৪/৮×১) অংশ =১/২ অংশ
চৌব্বাচাটির (১−১/২) অংশ খালি থাকে
.’. দ্বিতীয় নল দ্বারা, ১/২ অংশ পূর্ণ হয় ৬ মিনিটে
১ (সম্পূর্ণ) ” ” ” = (৬×২)=১২ মিনিটে
আবার দ্বিতীয় নল দ্বারা, ৬ মিনিটে পূর্ণ হয় ১/২ অংশ
৪ ” ” ” ==১×৪/২×৬=১/৩ অংশ
.’. প্রথম নল দ্বারা ৪ মিনিটে পূর্ণ হয় =(১/২−১/৩) =(৩−২)/৬ =১/৬ অংশ
প্রথম নল দ্বারা =১/৬ অংশ পূর্ণ হয় ৪ মিনিটে
” ” ” ১ (সম্পূর্ণ) ” ” (৪×৬) ” =২৪ মিনিটে।
৯। x4-x2+1=0 হলে x3 + 1/x3=?
উত্তরঃ 0
সাধারণ জ্ঞানঃ
১০। অসলো শান্তি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ OSLO নামক শান্তি চুক্তিটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত বা সম্পাদিত হয়। এ চুক্তিটি সম্পাদিত হয় ইসরাইল ও ফিলিস্তিন মুক্তি সংস্থার মধ্যে।
১১। UNODC এর পূর্ণরূপ লিখুন।
উত্তরঃ United Nations Office on Drugs & Crime.
১২। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়?
উত্তরঃ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় ১৯৭১ সালের ১৭ এপ্রিল। আর স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় ১০ এপ্রিল ১৯৭১।
১৩। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি?
উত্তরঃ জয়েন উদ্দিন।
১৪। আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি কবে একত্রিত হয়?
উত্তরঃ ৩ অক্টোবর , ১৯৯০।
১৫। মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর ‘কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
উত্তরঃ মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর ‘ অন্তর্ভুক্ত ছিল ৮ নং সেক্টরে।
১৬। United Nations Development Programme (UNDP)-র সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউ ইয়র্ক। ১৯৬৫ সালের ২২শে নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৭। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?
উত্তরঃ ৭টি।
১৮। ব্রিটেনের অর্থমন্ত্রীকে কী বলা হয়?
উত্তরঃ চ্যান্সেলর অব এক্সচেকার।
১৯। কোন দেশকে রেইনবো নেশন বলা হয়?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (SHED) এর প্রশ্ন সমাধান ছাড়া আরও পড়ুনঃ
- ১০তম থেকে ৪০তম বিসিএস একসাথে।
- Janata Bank Officer Cash Preli Question Solution 2020
- নোবেল পুরস্কার ২০২০ | Nobel Prize 2020 A to Z
- All Question Taken By Arts Faculty
- All Question Taken By AUST
ফেইসবুকে আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেইজ ও অফিসিয়াল গ্রুপের সাথে যুক্ত থাকুন। ইউটিউবে পড়াশুনার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।