বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন প্রশ্ন উত্তর।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হলেন ঊনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তাঁকে বাঙ্গালী নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়। তার প্রকৃত নাম “রোকেয়া খাতুন” এবং বৈবাহিকসূত্রে নাম রোকেয়া সাখাওয়াত হোসেন।
৯ই ডিসেম্বর ১৮৮০ খ্রিষ্টাব্দে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জহীরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন। ছোটবেলায় বড় বোন করিমুন্নেসা বেগম রোকেয়াকে বাংলা শিক্ষায় সাহায্য করেন। পরে তিনি বড় ভাই ইব্রাহিম সাবেরের তত্ত্বাবধানে ইংরেজি শেখেন।
বিহারের অন্তর্গত ভাগলপুরের সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বিবাহের পর তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নামে পরিচিত হন। স্বামীর প্রেরণায় তিনি সাহিত্যচর্চা শুরু করেন। সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন।
মুসলিম নারী জাগরণে তিনি অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ও আঞ্জুমানে খাতয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করে তিনি মুসলমান নারীদের শিক্ষা ও সংস্কৃতির পথে অগ্রসর হতে সাহায্য করেন।
উলেখযোগ্য রচনা: মতিচূর (প্রবন্ধ) [৩৮তম বিসিএস প্রিলিমিনারি] , Sultana’s Dream (নকশাধর্মী রচনা), পদ্মরাগ (উপন্যাস) [৩৯তম বিসিএস প্রিলিমিনারি] , অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ) [১১তম বিসিএস প্রিলিমিনারি] প্রভৃতি। এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ।
Sultana’s Dream গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে। এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক। মতিচূর, পদ্মরাগ, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন প্রভৃতি গ্রন্থে রোকেয়ার ঐকান্তিক স্বপ্নই এক অভিনব রূপ পেয়েছে।
বাংলা ও ইংরেজিতে লেখা তাঁর অসংখ্য চিঠিপত্র রয়েছে। বাংলা ভাষার প্রতি ছিল তাঁর গভীর মমত্ববোধ। সে যুগের অভিজাত শ্রেণীর মুসলমানদের ভাষা ছিল উর্দু। কিন্তু রোকেয়া উপলব্ধি করেন যে, এদেশের অধিকাংশ মুসলমানের ভাষা বাংলা।
তাই বাংলা ভাষা ভালভাবে আয়ত্ত করে এই ভাষাকেই তাঁর বক্তব্য প্রকাশের বাহন হিসেবে ব্যবহার করেন। ১৯২৭ সালে বঙ্গীয় নারী শিক্ষা সম্মেলনে বেগম রোকেয়া বাংলা ভাষার পক্ষে জোরালো বক্তব্য রাখেন যা সে যুগের পরিপ্রেক্ষিতে ছিল দুঃসাহসিক কাজ।
বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান। মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি।
বাংলাদেশের ৭ম বিভাগ হিসেবে রংপুর বিভাগের একমাত্র পুর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ ৮ অক্টোবর ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। অতঃপর ২০০৯ সালে ‘নারী জাগরণের অগ্রদূত’ হিসেবে তাঁর নামকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়টির নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় করা হয়।
এছাড়াও, মহিয়সী বাঙালি নারী হিসেবে বেগম রোকেয়ার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসনের জন্য ‘রোকেয়া হল’ নামকরণ করা হয়।
৯ই ডিসেম্বর ১৯৩২ সালে রোকেয়া সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন প্রশ্ন উত্তর: বিভিন্ন পরীক্ষায় আসা কিছু প্রশ্ন নিচে দেয়া হলঃ
- প্রশ্নঃ কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূতক?
ক.বেগম সুফিয়া কামাল খ.সেলিনা হোসেন গ.শামসুন্নাহার মাহমুদ ঘ.রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তরঃ ঘ - প্রশ্নঃ কার প্রেরণায় বেগম রোকেয়া সাহিত্যচর্চা শুরু করেন?
ক.বড়ভাই খ.স্বামী গ.পিতা ঘ.মাতা
উত্তরঃ খ - প্রশ্নঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা কোনটি?
ক.জোহরা খ.সুলতানার স্বপ্ন গ.আনোয়ারা ঘ.হামেলা
উত্তরঃ খ - প্রশ্নঃ রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয়?
ক.৯ ডিসেম্বর খ.১০ জানুয়ারি গ.১৫ ফেব্রুয়ারি ঘ.১০ এপ্রিল
উত্তরঃ ক - প্রশ্নঃ বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন-
ক.নারীদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে খ.সমাজে ধনী দরিদ্রের বৈষম্য দূর করতে গ.শিমুদের নীতিকথা শিক্ষা দিতে ঘ.নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে
উত্তরঃ ঘ - প্রশ্নঃ বেগম রোকেয়ার শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ কোনটি?
ক.সুলতানার স্বপ্ন খ.অবরোধবাসিনী গ.পদ্মরাগ ঘ.মতিচুর
উত্তরঃ খ - প্রশ্নঃ ‘মতিচুর’ গ্রন্থের রচয়িতা কে?
ক.মীর মশাররফ হোসেন খ.রোকেয়া সাখাওয়াত হোসেন গ.এয়াকুব আলী চৌধুরী ঘ.ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ খ - প্রশ্নঃ বেগম রোকেয়ার রচনা কোনটি?
ক.মতিচুর খ.কাপেলা গ.ভ্রান্তিবিলাস ঘ.সাত সাগরের মাঝি
উত্তরঃ ক - প্রশ্নঃ ‘অবরোধবাসিনী’ কার রচনা?
ক.উপেন্দ্র কিশোর রায় খ.রবীন্দ্রনাথ ঠাকুর গ.বেগম রোকেয়া ঘ.বুদ্ধদেব বসু
উত্তরঃ গ - প্রশ্নঃ বেগম রোকেয়ার শেষ রচনা কোনটি?
ক.শেষ রচনা খ.নারী ও স্বাধীনতা গ.নারীর অধিকার ঘ.নারী ও তার প্রাপ্য
উত্তরঃ গ - প্রশ্নঃ বেগম রোকেয়ার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি?
ক.অবরোধবাসিনী খ.পদ্মরাগ গ.সুলতানার স্বপ্ন ঘ.মতিচুর
উত্তরঃ ঘ
আরও পড়ুনঃ
ফেইসবুকে আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেইজ ও অফিসিয়াল গ্রুপের সাথে যুক্ত থাকুন। ইউটিউবে পড়াশুনার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।