বাংলাদেশের সংবিধান : প্রথম ভাগ (প্রজাতন্ত্র)
প্রথম ভাগঃ প্রজাতন্ত্র (১ – ৭ নং অনুচ্ছেদ)
অনুচ্ছেদ-১ঃ প্রজাতন্ত্র (the Republic)– বাংলাদেশ একটি একক স্বাধীন ও স্বার্বভৌম প্রজাতন্ত্র যা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ (The People’s Republic of Bangladesh) নামে পরিচিত হইবে।
অনুচ্ছেদ-২ঃ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা।
অনুচ্ছেদ-২(ক): রাষ্ট্রধর্ম- প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম তবে হিন্দু,বৌদ্ধ, খিষ্টানসহ অন্যান্য ধর্মপালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম-অধিকার নিশ্চিত করিবেন।
অনুচ্ছেদ-৩ঃ রাষ্ট্রভাষা- প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা।
অনুচ্ছেদ-৪ঃ জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক।
১) প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’র প্রথম ১০ চরন।
২) প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজের ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত।
৩) প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধানর্শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষ দেশে পাটগাছের তিনটি পরস্পর সংযুক্তপত্র, তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা।
অনুচ্ছেদ-৪(ক): জাতির পিতার প্রতিকৃতি।
অনুচ্ছেদ-৫ঃ রাজধানী- প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা।
অনুচ্ছেদ-৬ঃ নাগরিকত্ব- বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।
অনুচ্ছেদ-৭ঃ সংবিধানের প্রাধান্য– প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।
অনুচ্ছেদ-৭(ক): সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ।
অনুচ্ছেদ –৭(খ): সংবিধানের মৌলিক বিষয়াবলী সংশোধনের অযোগ্য- সংবিধান আইন ১৪২ অনুচ্ছেদে যা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সব অনুচ্ছেদ,নবম – ক ভাগের বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানবলী সাপেক্ষে তৃতীয়ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য হবে।
MCQ প্রশ্ন সমাধান
১.বাংলাদেশর সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তরঃ গ) তৃতীয়
২. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে, তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
ক) ৪ (১)
খ) ৪ ক
গ) ৪ (২)
ঘ) ৪ (৩)
উত্তরঃ খ) ৪ ক
৩. বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি?
ক) বাংলা
খ) বাঙালি
গ) বাংলাদেশের বাঙালি
ঘ) বাংলাদেশী
উত্তরঃ ঘ) বাংলাদেশী
৪. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ ‘বাংলাদেশী’ বলিয়া পরিচিত হবেন?
ক) ৬ (১)
খ) ৬ (২)
গ) ৭
ঘ) ৮
উত্তরঃ খ) ৬ (২)
৫. বাংলাদেশের জাতীয়তা-
ক) বাঙালী
খ) বাংলাদেশী
গ) উভয়ই
ঘ) কোনটিই নয়
উত্তরঃ খ) বাংলাদেশী
৬. ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
ক) ৭
খ) ৮
গ) ২৮
ঘ) ৪৪
উত্তরঃ ক) ৭
আরোও পড়ুনঃ
বাংলাদেশের সংবিধান : প্রস্তাবনা, বিভাগ, বিষয় ও অনুচ্ছেদ
বাংলাদেশের সংবিধান : রচনাকালের ইতিহাস
প্রাচীন ভারতে সাম্রাজ্য : সেন বংশ
প্রাচীন ভারতে সাম্রাজ্য : পাল বংশ
প্রাচীন ভারতে সাম্রাজ্য : গৌড় শাসন
প্রাচীন ভারতে সাম্রাজ্য : গুপ্ত যুগ
প্রাচীন ভারতে সাম্রাজ্য : মৌর্য যুগ
প্রাচীন যুগে বাংলা : বাংলার প্রাচীন জনপদ
প্রাচীন যুগে বাংলা : বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ
ফেইসবুকে আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেইজ ও অফিসিয়াল গ্রুপের সাথে যুক্ত থাকুন। ইউটিউবে পড়াশুনার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।
পুনরায় দেখতে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন