বাংলাদেশের সংবিধান : দ্বিতীয় ভাগ (রাষ্ট্র পরিচালনার মূলনীতি)
রাষ্ট্র পরিচালনার মূলনীতি ( ৮-২৫ নং অনুচ্ছেদ )
অনুচ্ছেদ-৮ঃ মূলনীতিসমূহ– ১) জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- এই নীতিসমূহ এবং তৎসহ এই এই এগুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
অনুচ্ছেদ-৯ঃ জাতীয়তাবাদ।
অনুচ্ছেদ-১০ঃ সমাজতন্ত্র ও শোষনমুক্তি।
অনুচ্ছেদ-১১ঃ গনতন্ত্র ও মানবাধিকার- প্রজান্ত্র হইবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগনের কার্যকর অংশগ্রহন নিশ্চিত হইবে।
অনুচ্ছেদ-১২ঃ নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা।
অনুচ্ছেদ-১৩ঃ মালিকানার নীতি। বাংলাদেশের মালিকানা নীতি তিনটি। ১) ব্যক্তি ২) সমবায় ৩) ও রাষ্ট্রীয় ।
অনুচ্ছেদ-১৪ঃ কৃষক ও শ্রমিক মুক্তি।
অনুচ্ছেদ-১৫ঃ মৌলিক প্রয়োজনের ব্যবস্থা।
অনুচ্ছেদ-১৬ঃ গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব।
অনুচ্ছেদ-১৭ঃ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা।
অনুচ্ছেদ-১৮ঃ জনস্বাস্থ্য ও নৈতিকতা।
অনুচ্ছেদ-১৮ (ক): পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন।
অনুচ্ছেদ-১৯ঃ ‘সুযোগের সমতা’।
৩) জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন।
অনুচ্ছেদ-২০ঃ অধিকার ও কর্তব্যরুপে কর্ম।
অনুচ্ছেদ-২১ঃ নাগরিকদের অধিকার ও সরকারী কর্মচারীদের কর্তব্য।
২) সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।
অনুচ্ছেদ-২২ঃ নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ।
রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচারবিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন।
অনুচ্ছেদ-২৩ঃ জাতীয় সংস্কৃতি।
অনুচ্ছেদ-২৩(ক): উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি।
রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করবেন।
অনুচ্ছেদ-২৪ঃ জাতীয় স্মৃতিনিদর্শন।
অনুচ্ছেদ-২৫ঃ আর্ন্তজাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন।
MCQ প্রশ্ন সমাধান
১. বাংলাদেশর সংবিধানের মূলনীতি কয়টি?
ক) ১১ টি
খ) ৬ টি
গ) ৫ টি
ঘ) ৪ টি
উত্তরঃ ঘ) ৪ টি
২. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
ক) ধর্মীয় ঐক্য
খ) ভ্রাতৃত্ববোধ
গ) ঐক্য ও সংহতি
ঘ) শৃঙ্খলাবোধ
উত্তরঃ গ) ঐক্য ও সংহতি
৩. ‘প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র’ —। শব্দগুলো সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
ক) ৭
খ) ১১
গ) ১০
ঘ) ৮
উত্তরঃ খ) ১১
৪. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে?
ক) ১১
খ) ১০
গ) ৯
ঘ) ৮
উত্তরঃ ক) ১১
৫. বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে?
ক) ১৪ নং ধারা
খ) ১৫ নং ধারা
গ) ১৬ নং ধারা
ঘ) ১৭ নং ধারা
উত্তরঃ ঘ) ১৭ নং ধারা
৬. পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত বিধানের কথা সংবিধানের কত অনুচ্ছেদ এর উল্লেখ করা হয়েছে?
ক) ১৮
খ) ১৮ক
গ) ১৯
ঘ) ২০
উত্তরঃ খ) ১৮ক
৭. বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে? সকল সময়……… চেষ্টা করা প্রজাতন্তের কর্মে নিযুক্ত সকল ব্যক্তির কর্তব্য?
ক) জনগনের সেবা করবার
খ) রাষ্ট্রের প্রতি অনুগত প্রকাশ করবার
গ) সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করবার
ঘ) সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করবার
উত্তরঃ ক) জনগনের সেবা করবার
৮. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে?
ক) ৩৭
খ) ১৫
গ) ২২
ঘ) ১১
উত্তরঃ গ) ২২
৯. রাষ্ট্র নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ নিশ্চিত করবে- এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
ক) ১৯
খ) ১৬
গ) ২১
ঘ) ২২
উত্তরঃ ঘ) ২২
১০. নিম্নলিখিত কোন পদটি বাংলাদেশ সরকার গ্রহণ করেছে?
ক) আদিবাসী
খ) ক্ষুদ্র নৃগোষ্ঠী
গ) উপজাতি
ঘ) পাহাড়ী
উত্তরঃ খ) ক্ষুদ্র নৃগোষ্ঠী
আরোও পড়ুনঃ
বাংলাদেশের সংবিধান : প্রথম ভাগ (প্রজাতন্ত্র)
বাংলাদেশের সংবিধান : প্রস্তাবনা, বিভাগ, বিষয় ও অনুচ্ছেদ
বাংলাদেশের সংবিধান : রচনাকালের ইতিহাস
প্রাচীন ভারতে সাম্রাজ্য : সেন বংশ
প্রাচীন ভারতে সাম্রাজ্য : পাল বংশ
ফেইসবুকে আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেইজ ও অফিসিয়াল গ্রুপের সাথে যুক্ত থাকুন। ইউটিউবে পড়াশুনার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।