বাংলাদেশের ক্রিকেটে যা কিছু প্রথম
১। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ➨ শামীম কবির।
২। বাংলাদেশ টেস্ট দলের প্রথম অধিনায়ক ➨ নাইমুর রহমান দুর্জয়।
৩। বাংলাদেশ দল প্রথম ওয়ানডে খেলে ➨ ১৯৮৬ সালে (শ্রীলংকায় অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে)।
৪। ওয়ানডেতে প্রথম হাফ সেঞ্চুরি করেন ➨ আজহার হোসেন।
৫। বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান ➨ মেহরাব হোসেন অপি।
৬। বাংলাদেশ দল প্রথম টেস্ট খেলে ➨ ২০০০ সালে ( ঢাকায় ভারতের বিপক্ষে )।
৭। টেস্টে প্রথম সেঞ্চুরি করেন ➨ আমিনুল ইসলাম বুলবুল।
৮। ওয়ানডেতে প্রথম হ্যাট-ট্রিক করেন ➨ শাহাদাতহোসেন (জিম্বাবুয়ের বিপক্ষে)।
৯। টেস্টে প্রথম হ্যাট-ট্রিক করেন ➨ অলক কাপালি (পাকিস্তানের বিপক্ষে)।
১০। ওয়ানডেতে প্রথম ম্যান সেরা হন ➨ মোহাম্মদ রফিক।
১১। বাংলাদেশ প্রথম টেস্টটিতে ➨ চট্রগ্রামে (জিম্বাবুয়ের বিপক্ষে)।
১২। বাংলাদেশ পেথম ওয়ানডেটিতে ➨ ১৯৯৮ সালে (কেনিয়ার বিপক্ষে)।
১৩। বাংলাদেশ প্রথমবারের বিশ্বকাপে অংশগ্রহন করে ➨ ১৯৯৯ সালে।
১৪। বাংলাদেশের প্রথম টেস্ট আম্পায়ার ➨ আকতার উদ্দিন শাহীন।
১৫। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে প্রথম উইকেট নেন মিডিয়াম ফাস্ট বোলার ➨ জাহাঙ্গীর শাহ।
১৬। টেস্টে প্রথম উইকেট নেন ➨ নাইমুর রহমান দুর্জয়।
১৭। টেস্টে প্রথম হাফ সেঞ্চুরি করেন ➨ হাবিবুল বাশার।
১৮। টেস্টে এক ইনিংসে প্রথম ৫উইকেট নেন ➨ নাইমুর রহমান দুর্জয়।
আরোও পড়ুনঃ বাংলাদেশের ক্রিকেট
বই পড়ার সময় ঘুম দূর করার কার্যকারী সমাধান
ফেইসবুকে আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেইজ ও অফিসিয়াল গ্রুপের সাথে যুক্ত থাকুন। ইউটিউবে পড়াশুনার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।
আপনার টাইমলাইনে শেয়ার করতে ফেসবুক আইকনে ক্লিক করুনঃ