প্রাচীন ভারতে সাম্রাজ্য : মৌর্য যুগ
আলেকজান্ডার দ্য গ্রেট
➪ আলেকজান্ডার ছিলেন ম্যাসিডনের রাজা ফিলিপসের পুত্র।
➪ জাতিতে ছিলেন আর্য গ্রীক।
➪ বাল্যকালে তার শিক্ষিক ছিলেন বিখ্যাত গ্রীক দার্শনিক এরিস্টটল।
➪ সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো, প্লেটোর ছাত্র ছিলেন এরিস্টটল, আর এরিস্টটলের ছাত্র ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট।
➪ খ্রিস্টপূর্ব ৩৩৫ খ্রিস্টাব্দে তার বাবা ফিলিপসের মৃত্যু হলে তিনি সিংহাসনে বসেন।
➪ আলেকজান্ডার খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে ভারতবর্ষ আক্রমণ করেন।
➪ খ্রিস্টপূর্ব ৩২৫ অব্দে ব্যাবিলনে তাঁর মৃত্যু হয়।
➪ আলেকজান্ডারের মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্য উপমহাদেশে গ্রীক প্রাধান্যের অবসান ঘটান।
মৌর্য সাম্রাজ্য
চন্দ্রগুপ্ত মৌর্য (খ্রিস্টপূর্ব ৩২৪ – ৩০০ অব্দ):
➪ ভারতীয় উপমহাদেশীয় প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য।
➪ চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব ৩২১ অব্দে মগদের সিংহাসনে বসেন।
➪ তিনি ভারতের প্রথম সম্রাট, পাটালিপুত্র ছিল তাঁর রাজধানী।
➪ চাণক্য ছিলো তাঁর প্রধানমন্ত্রী।
➪ চাণক্যের ছদ্মনাম ছিল কৌটিল্য, যা তিনি তাঁর বিখ্যাত গ্রন্থ ‘অর্থশাস্ত্র’তে গ্রহন করেছেন।
➪ চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপতি সেলুউকসকে পরাজিত করে উপমহাদেশ হতে গ্রীকদের বিতাড়িত করেন।
➪ সেলুউকস খ্রিস্টপূর্ব ৩০২ অব্দে মেগাস্থিনিসকে দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে প্রেরণ করেন।
➪ মেগাস্থিনিস ছিলেন প্রাচীন গ্রিসের একজন পরিব্রাজক (পর্যটক)।
➪ তিনি কয়েক বছর এদেশে অবস্থান করে মৌর্য শাসন সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ‘ইন্ডিকা’ নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন।
সম্রাট অশোক (খ্রিস্টপূর্ব ২৭৩ – ২৩২ অব্দ):
➪ মৌর্য বংশের তৃতীয় সম্রাট ছিলেন অশোক।
➪ উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় তাঁর রাজত্বকালে।
➪ মহাস্থানগড়ে সম্রাট অশোকের একটি শিলালিপি পাওয়া গেছে।
➪ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো ‘কলিঙ্গের যুদ্ধ’। এই যুদ্ধে কলিঙ্গরাজ সম্পূর্ন পরাজিত হয় এবং প্রায় ১ লক্ষ লোক মারা যায়। এই যুদ্ধের রক্তস্রোতের ভয়াবহতা তার মনে গভীর বেদনার সৃষ্টি করে। তখন তিনি তার কৃতকর্মের জন্য অনুশোচিত হয়ে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন। তার চেষ্টায় বৌদ্ধধর্ম বিশ্বধর্মের মর্যাদা পায়। এজন্য তাকে বৌদ্ধধর্মের ‘কনস্যান্টটাইন’ বলা হয়।
➪ কনস্যান্টটাইন ৩০৬ সালে রোমান সাম্রাজ্যের অধিপতি হন।
➪ তিনি ছিলেন খ্রিস্টান রোমান সম্রাট। তাঁর সময়ই খ্রিষ্টান ধর্ম সবচেয়ে বেশি প্রসার হয়।
➪ তিনি জেরুজালেমকে খ্রিস্টান ধর্মের কেন্দ্র হিসেবে গড়ে তোলেন।
➪ মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ।
➪ কলিঙ্গ জায়গাটি উড়িষ্যার একটি অংশ।
➪ কৌটিল্যের আরেক নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত। তার গ্রন্থ অর্থশাস্ত্রকে ইরেজিতে বলা হয় ‘Science of politics’.
কুষাণ সাম্রাজ্য
➪ কণিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ।
➪ তাঁর চিকিৎসক ছিলেন চরক।
➪ চরক আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির সর্বপ্রথম সংকলন গ্রন্থ রচনা করেন, যা ‘চরক সংহিতা’ নামে সমাধিক পরিচিত।
প্রাচীন ভারতে সাম্রাজ্য : মৌর্য যুগ (প্রশ্নোত্তর)
১. মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন?
ক) ব্যাবিলন
খ) থেসালোনিকি
গ) আঙ্কারা
ঘ) এথেন্স
উত্তরঃ ক) ব্যাবিলন
২. বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন?
ক) সফোক্লিস
খ) সক্রেটিস
গ) এরিস্টটল
ঘ) প্লেটো
উত্তরঃ গ) এরিস্টটল
৩. পাটলিপুত্র রাজধানী ছিল-
ক) গুপ্তদের
খ) সেনদের
গ) পালদের
ঘ) মৌর্যদের
উত্তরঃ ক) গুপ্তদের ও ঘ) মৌর্যদের
৪. কৌটিল্য কার নাম?
ক) প্রাচীন রাজনীতিবিদ
খ) প্রাচীন অর্থশাস্ত্রবিদ
গ) পণ্ডিত
ঘ) রাজকবি
উত্তরঃ খ) প্রাচীন অর্থশাস্ত্রবিদ
৫. Who is the author Of the Book ‘Arthasastra’?
‘অর্থশাস্ত্র’ এর রচয়িতা কে?
ক) কৌটিল্য
খ) বাণভট্ট
গ) আনন্দভট্ট
ঘ) মেগাস্থিনিস
উত্তরঃ ক) কৌটিল্য
৬. পরিব্রাজক কে?
ক) পর্যটক
খ) পরিদর্শক
গ) পরিচালক
ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক) পর্যটক
৭. মেগাস্থিনিস কার রাজসভার গ্রীক দূত ছিলেন?
ক) চন্দ্রগুপ্ত মৌর্য
খ) অশোক
গ) ধর্মপাল
ঘ) সমুদ্রগুপ্ত
উত্তরঃ ক) চন্দ্রগুপ্ত মৌর্য
৮. মেগাস্থিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন?
ক) ইন্ডিয়া
খ) ইন্ডিকা
গ) ইন্ডিয়ানা
ঘ) ইন্ডাস
উত্তরঃ খ) ইন্ডিকা
৯. অশোক কোন বংশের সম্রাট ছিলেন?
ক) মৌর্য
খ) গুপ্ত
গ) পুষ্যভূতি
ঘ) কুশান
উত্তরঃ ক) মৌর্য
১০. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
ক) হিদাস্পিসের যুদ্ধ
খ) কলিঙ্গের যুদ্ধ
গ) মেবারের যুদ্ধ
ঘ) পানিপথের যুদ্ধ
উত্তরঃ খ) কলিঙ্গের যুদ্ধ
১১. বৌদ্ধ ধর্মের কনস্ট্যা্নটাইন কাকে বলা হয় ?
ক) অশোক
খ) চন্দ্রগুপ্ত
গ) মহাবীর
ঘ) গৌতম বুদ্ধ
উত্তরঃ ক) অশোক
১২. চরক ছিলেন-
ক) গণিতবিদ
খ) জ্যোতির্বিদ
গ) চিকিৎসাবিদ
ঘ) আয়ুর্বেদশাস্ত্রবিশারদ
উত্তরঃ ঘ) আয়ুর্বেদশাস্ত্রবিশারদ
আরোও পড়ুনঃ প্রাচীন যুগে বাংলা : বাংলার প্রাচীন জনপদ
প্রাচীন যুগে বাংলা : বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন উত্তর
বাংলা সাহিত্যের নাটক ও প্রহসন সহজে মনে রাখার শর্টকাট রুল
ফেইসবুকে আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেইজ ও অফিসিয়াল গ্রুপের সাথে যুক্ত থাকুন। ইউটিউবে পড়াশুনার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।