নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে হ্যান্ড নোট : ২য় অংশ
১। সমাজব্যবস্থার এক মারাত্মক ব্যাধির নাম — দুর্নীতি
২। চেম্বার্স ডিকশনারিতে দুর্নীতি বা Corruption এর অর্থ পচা ঘুষ, ভাজাল, কৃত্রিম ও নকল।
৩। এনসাইক্লোপিডিয়া অনুসারে দর্শন, ধর্মশাস্ত্র অথবা নৈতিকতার আলোকে দুর্নীতি হচ্ছে আধ্যাত্মিক ও নৈতিক অবক্ষয় অথবা অর্থনৈতিক আদর্শ হতে বিচ্যুতি।
৪। নৈতিকতার আলোকে দুর্নীতি হচ্ছে— → ভেজাল
৫। একমাত্র যে শিক্ষা সকলকে অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারে— নৈতিক শিক্ষা
৬। দুর্নীত প্রতিরোধে আইন প্রণয়ন করা হয়— ১৯৪৭ সালে
৭। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়– ২০০৪ সালে
৮। গণতন্ত্রের প্রাণ কোনটি? → অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
৯। সুশাসন কি ধরনের শাসন ব্যবস্থা? → অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা
১০। সংসদীয় গণতন্ত্রে একচ্ছত্র ক্ষমতার অধিকারী কে? → প্রধানমন্ত্রী
১১। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য প্রয়োজন কোনটি? → ধর্মীয় সহিষ্ণুতা
১২। ভিক্ষুককে ভিক্ষা দেয়া কোন মূল্যবোধের অন্তর্ভুক্ত? → নৈতিক মূল্যবোধ
১৩ । সুশাসনের মূল লক্ষ কোনটি? → জবাবদিহিতা
১৪। মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কোনটি? → Values
১৫। কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত কোনটি? → সুশাসন প্রতিষ্ঠা
১৬। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা কোনটি? → গণতন্ত্র
১৭। সুশাসন ধারনাটির উদ্ভাবক সংস্থা কোনটা? → বিশ্বব্যাংক
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে হ্যান্ড নোট : ২য় অংশ
১৮। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ=Morality.
১৯। কোনটি সামাজিক মূল্যবোধের ভিত্তি=আইনের শাসন।
২০। বাংলাদেশে কখন অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়=শীতকাল ও বর্ষার সময়।
২১‘। ’Values’ শব্দের প্রতিশব্দ কি=মূল্যবোধ।
২২। ’Formulation of performed behaviour held by individual or social group’-উক্তিটি কার=W Pumfrey.
২৩। ’যে সব মূল্যবোধ ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে খুশি হয়,সেসব মূল্যবোধই সমাজকর্ম মূল্যবোধ’সংঙ্গা কে দিয়েছেন=স্টুয়ার্ড সিডড।
২৪। সমাজকর্মের সূত্রপাত কবে থেকে=মানবসভ্যতার ঊষালগ্ন থেকে।
২৫। মূল্যবোধ কোন ধরনের প্রত্যয়=আপেক্ষিক।
২৬। ’সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার আচারণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত’উক্তিটি কোন ব্যক্তির=Clyde
২৭। পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় -নাগরিকের অধিকার ও কর্তব্য।
২৮। ‘নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন নিয়ে আলোচনা করে যে শাস্ত্র, তাকে পৌরনীতি বলে’— এ সংজ্ঞাটি দিয়েছেন- ই. এম. হোয়াইট।
২৯। নগররাষ্ট্র বলতে বোঝায় – নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট রাষ্ট্র।
৩০। পৌরনীতি মানুষকে দান করে-নাগরিক সচেতনতা ।
৩১। ‘ইতিহাসের স্রোতধারায় বালুকারাশির মধ্যে স্বর্ণরেণুর মতো রাজনীতিবিজ্ঞান জমা হয়ে উঠেছে।’— এই উক্তিটি-লর্ড অ্যাকটনের।
৩২। ‘ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানকে গভীরতা দান করেছে’— এ উক্তিটি – উইলোবির।
৩৩। ‘রিপাবলিক’ গ্রন্থের রচয়িতা – প্লেটো।
৩৪। সর্বপ্রথম অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিষয়ের মর্যাদা দান করেন- অ্যাডাম স্মিথ।
৩৫। একজন নাগরিককে দক্ষতা ও জ্ঞানের উচ্চস্থানে পৌঁছে দিতে পারে-নৈতিক গুণ।
৩৬। ‘শাসক যদি ন্যায়বান হন, তাহলে আইন নিষ্প্রয়োজন আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন, তাহলে আইন নিরর্থক’— এ উক্তিটি-প্লেটোর।
৩৭। ‘সকল ভালো মানুষ ভালো নাগরিক নয়, কিন্তু সকল ভালো নাগরিকই ভালো মানুষ’— এ উক্তিটি অ্যারিস্টটলের।
৩৮। ‘পলিটিক্যাল ইকোনমি’ গ্রন্থের লেখক-অ্যাডাম স্মিথ।
৩৯। ‘সকল শাসনব্যবস্থা তার অনুরূপ সম্পত্তি ব্যবস্থার রূপ ধারণ করে, একটি পরিবর্তন হলে অপরটিরও পরিবর্তন হয়’— এই উক্তিটি ম্যাকাইভারের।
আরোও পড়ুনঃ
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে হ্যান্ড নোট : ১ম অংশ
Primary Question Solution 2010 – Hemonto Set
রবিঠাকুরের ১২ টি উপন্যাস মনে রাখার উপায়
বাংলা সাহিত্য অংশে আসা গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্ন-উত্তর
ফেইসবুকে আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেইজ ও অফিসিয়াল গ্রুপের সাথে যুক্ত থাকুন। ইউটিউবে পড়াশুনার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।
আপনার টাইমলাইনে শেয়ার করতে ফেসবুক আইকনে ক্লিক করুনঃ